Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সুরিয়া, মেনে নিয়েছেন বাস্তবতা

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সুরিয়া, মেনে নিয়েছেন বাস্তবতা

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সুরিয়াকুমার ইয়াদাভের। গত এক বছরে ওয়ানডে দলে না থাকা এই ব্যাটসম্যান দায় দেখছেন নিজের পারফরম্যান্সে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকা সুরিয়া ৭ ম্যাচে মাত্র ১০৬ রান করেন, গড় ছিল মাত্র ১৭.৬৬। এরপর থেকে আর ওয়ানডে দলে ফেরার সুযোগ পাননি।

নিজের পারফরম্যান্সের ঘাটতিই দলে না থাকার কারণ বলে মনে করেন সুরিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভালো করলে আমি দলে থাকতাম। ভালো না করলে দল থেকে বাদ পড়াটাই স্বাভাবিক।”

টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা সুরিয়াকুমার নেতৃত্ব দিচ্ছেন ভারতের টি-টোয়েন্টি দলে। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তার নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া সতীর্থদের শুভকামনা জানিয়ে সুরিয়া বলেন, “যারা দলে আছেন, তারা যোগ্যতার ভিত্তিতেই জায়গা পেয়েছেন।”

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments