চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিমের অসাধারণ ৯০ রানের ইনিংসে ভর করেই এই জয় তুলে নেয় দলটি।
চিটাগং আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান তোলে। ওপেনার নাঈম ইসলাম ৪০ বলে ৪৪ রান করলেও দলের অন্যরা বড় অবদান রাখতে পারেননি। হায়দার আলীর ২১ রানের ছোট ঝলক আর শামীম হোসেনের ১৫ রান দলকে মোটামুটি সংগ্রহ এনে দেয়। ঢাকার পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল ইসলাম অপু দুইটি করে উইকেট নেন।
জবাবে ঢাকা উড়ন্ত সূচনা করে। ওপেনার তানজিদ তামিম শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে ফিফটি পূর্ণ করেন এবং ৫৪ বলে অপরাজিত ৯০ রানের দারুণ ইনিংস খেলেন। লিটন দাসের ২৫ রান এবং সাব্বির রহমানের অপরাজিত ১৪ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে দল ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
এই জয়ের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস অবস্থান করছে তৃতীয় স্থানে।