ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দারুণ পারফর্ম করেছেন রায়ান বার্ল। জিম্বাবুইয়ান অলরাউন্ডারের দুর্দান্ত বোলিংয়ে বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে রংপুর রাইডার্সকে ২৪ রানে হারিয়েছে রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে তাসকিন আহমেদের দল।
এর আগে টুর্নামেন্টে টানা ৮ ম্যাচ জিতে অপরাজিত ছিল রংপুর। তবে এদিন ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ছন্দ হারিয়ে প্রথম হারের স্বাদ নিতে হয়েছে তাদের।
বার্লের বোলিংয়ে রংপুরের ব্যাটিং বিপর্যয়
১৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় ১৫ রানে হারায় শীর্ষ তিন ব্যাটারকে। ইরফান শুক্কুর ও ইফতেখার আহমেদ রানই করতে পারেননি। এসএম মেহেরবের দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও তা ঠেকান খুশদিল শাহ।
চতুর্থ উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৪০ রান যোগ করেন খুশদিল। তবে ২৯ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে সাইফ বিদায় নেন। এরপর বল হাতে জাদু দেখান রায়ান বার্ল। প্রথম ওভারেই ফেরান শেখ মেহেদীকে। অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়লেও ২৬ বলে ৪১ রান করে বার্লের বলে বিদায় নেন।
রংপুরের শেষ আশা ছিল মোহাম্মদ সাইফউদ্দিনকে ঘিরে। তবে বার্লের ঘূর্ণিতে তিনিও ১৪ বলে ২৩ রান করে ফিরে যান। বাকি উইকেটগুলো তুলে নেন মেহেরব ও তাসকিন। বার্ল ২২ রানে নেন ৪ উইকেট, মেহেরব ও তাসকিনের ঝুলিতে জমা পড়ে দুটি করে উইকেট।
রাজশাহীর ব্যাটিংয়ে সাব্বির-ইয়াসিরের দাপট
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ভালো শুরু করে। প্রথম উইকেট হারানোর পর সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের ব্যাটে দ্বিতীয় উইকেটে ২৯ বলে আসে ৫২ রান। সাব্বির ১৯ বলে ৩৯ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। খুশদিল শাহ তার ঝড় থামান।
এরপর ইয়াসির আলী রাব্বি ৩২ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৬টি ছক্কা ও ২টি চার। বিজয় ৩১ বলে করেন ৩৪ রান। তবে শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ১৭০ রানে থামে রাজশাহী।
রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাভেদ নেন তিনটি করে উইকেট।
পয়েন্ট টেবিলের চিত্র
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী উঠে এলো চতুর্থ স্থানে। অপরদিকে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর রাইডার্স।