কাতালান ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘায়িত করলেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। ২০২৬ সাল পর্যন্ত থাকা তার চুক্তি নতুন করে বাড়ানো হয়েছে আরও পাঁচ বছর, যা চলবে ২০৩১ পর্যন্ত।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা আরাউহোর ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছিল। ইউভেন্তুসসহ বেশ কিছু ক্লাব তাকে দলে ভেড়ানোর চেষ্টা করলেও, বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ২৫ বছর বয়সী ডিফেন্ডার।
ক্লাবটি বৃহস্পতিবার আরাউহোর চুক্তি নবায়নের ঘোষণা দেয়।
২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেওয়া আরাউহো এখন পর্যন্ত দেড়শর বেশি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে বার্সার লা লিগা শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
চলতি মৌসুমে চোট কাটিয়ে ফেরার পর বার্সার শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তরুণ পাউ কুবার্সি ও অভিজ্ঞ ইনিগো মার্তিনেসের সঙ্গে গড়ে তুলেছেন দৃঢ় রক্ষণভাগ।