Sunday, April 6, 2025
spot_img
হোমফুটবলগার্দিওলার পাশে দাঁড়ানোর আহ্বান মারেস্কার

গার্দিওলার পাশে দাঁড়ানোর আহ্বান মারেস্কার

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চেলসির কোচ এন্টসো মারেস্কা। তার মতে, বর্তমানে সমর্থন প্রয়োজন এই স্প্যানিশ কোচের।

চ্যাম্পিয়ন্স লিগে সিটি এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে এবং বাদ পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। একইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই তারা। ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা সিটির চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শনিবার মাঠে নামবে চেলসি।

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৪-২ ব্যবধানে হেরে যায় সিটি। এই হারে তারা ২৫ নম্বরে নেমে এসেছে এবং শেষ ষোলোতে যেতে হলে অবশ্যই সেরা ২৪-এ থাকতে হবে।

মারেস্কা মনে করেন, গার্দিওলা কঠিন পরিস্থিতি সামলানোর মতো দৃঢ় হলেও, এই মুহূর্তে তার পাশে থাকা জরুরি। “পেপ খুবই দৃঢ়চেতা, তবে সব মানুষকেই কখনো না কখনো সমর্থন প্রয়োজন হয়। গার্দিওলার গত আট-নয় বছরে সবসময় শীর্ষে ছিলেন। এখন তার পাশে থাকা উচিত।”

চেলসি কোচ আরও মনে করেন, এই পরিস্থিতি সত্ত্বেও সিটিকে হারানো সহজ হবে না। “এই দল ও খেলোয়াড়রা চাপের মুখে নিজেদের সেরাটা প্রমাণ করতে চায়। আমি মনে করি না, সিটির বিপক্ষে খেলার কোনো ভালো সময় আছে। ওরা ঘুরে দাঁড়াবে এবং আবার ট্রফি জিতবে।”

একসময় গার্দিওলার সঙ্গেই কাজ করেছেন মারেস্কা। সিটির ট্রেবল জয়ের সময় তিনি ছিলেন কোচিং স্টাফের অংশ। মারেস্কা জানিয়েছেন, তার প্রতি আস্থা রাখার জন্য সবসময় সিটির প্রতি কৃতজ্ঞ থাকবেন।

শনিবারের ম্যাচে চোটের কারণে রোমেও লাভিয়া খেলতে পারবেন না বলে জানিয়েছেন চেলসি কোচ। তবে এনসো ফার্নান্দেস ও লেভি কলউইল ফিরতে পারেন একাদশে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments