দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে রাঞ্জি ট্রফিতে স্মরণীয় প্রত্যাবর্তন করেছেন রাঞ্জি ট্রফি। ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর ইনিংসের সঙ্গে বল হাতে ভয়ঙ্কর রূপে দেখা দিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। দুই দিনেই সৌরাষ্ট্রকে দিল্লির বিপক্ষে ১০ উইকেটে জয় এনে দিয়ে জিতলেন ম্যাচ-সেরার পুরস্কার।
সৌরাষ্ট্রের হয়ে রাজকোটের স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ১৭.৪ ওভারে ৬৬ রানে ৫ উইকেট তুলে নেন জাদেজা। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১২.২ ওভারে ৩৮ রানে শিকার করেন ৭ উইকেট। তার মধ্যে ছিল দিল্লির রিশাভ পান্তের গুরুত্বপূর্ণ উইকেটও।
ব্যাটিংয়ে জাদেজার একমাত্র ইনিংসটি ছিল ৩৬ বলে ৩৮ রানের। ইনিংসটি সাজানো ছিল ৩টি ছক্কা ও ২টি চারে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ছিল তার দশমবার ম্যাচে ১০ উইকেটের কীর্তি। ১৩৬ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ৫৫৪।
রাজকোটে সৌরাষ্ট্রের এই ম্যাচে স্পিনারদের ছিল দারুণ দাপট। দিল্লির দুই ইনিংসে সবকটি উইকেটই নিয়েছেন সৌরাষ্ট্রের তিন স্পিনার—রাভিন্দ্রা জাদেজা, ধার্মেন্দ্রসিং জাদেজা ও ইউভরাজসিং দোদিয়া।
মাত্র ১২ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে সৌরাষ্ট্র ৩.১ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি: প্রথম ইনিংস ১৩৩, দ্বিতীয় ইনিংস ৯৪।
সৌরাষ্ট্র: প্রথম ইনিংস ২১৫/৯ ডি, দ্বিতীয় ইনিংস ১২/০।
ফল: সৌরাষ্ট্র ১০ উইকেটে জয়ী।