Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলব্রাদার্সের সাথে আবাহনীর ড্র, শীর্ষে মোহামেডান

ব্রাদার্সের সাথে আবাহনীর ড্র, শীর্ষে মোহামেডান

মোহামেডানের সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াই জমিয়ে তোলার সুযোগ ছিল আবাহনীর সামনে, কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় তারা গোল করতে পারেনি। ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে ১ পয়েন্ট লাভের পরও মারুফুল হকের মনে অস্বস্তি রয়ে গেছে।

মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের বিপক্ষে জয় পেলেই মোহামেডানের সঙ্গে আবাহনীর পয়েন্টের ব্যবধান হতো মাত্র ২, কিন্তু গোল না হওয়ার কারণে ব্যবধান থাকল ৪।

লিগের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী, তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস ১৭ পয়েন্ট নিয়ে, এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

মোহামেডান আগের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আবাহনীর সামনে সুযোগ ছিল। তবে ব্রাদার্সের বিরুদ্ধে প্রথমার্ধে কিছু সুযোগ পেলেও গোল হয়নি। শেষ মুহূর্তে আবাহনীর গোলকিপার মিতুল মারমা দুর্দান্ত সেভ করে ম্যাচটি গোলশূন্য রেখে দেন।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে পরাজিত করেছে ফর্টিস এফসি। ৩৪তম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড ইসা জালো গোলটি করেন। ফর্টিস জয়ের পর ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে, আর চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments