মুলতান টেস্টের প্রথম দিনই দেখা গেল দুর্দান্ত স্পিন-বোলিং। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেল একই দিনে। স্পিন সহায়ক উইকেটে দুই দলের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ায় প্রথম দিনের খেলা শেষেই নিয়েছে রোমাঞ্চকর মোড়।
শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪১.১ ওভারে মাত্র ১৬৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে পাকিস্তানও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। মাত্র ১৫৪ রানে গুটিয়ে গিয়ে ৯ রানের লিড নেয় সফরকারীরা।
এদিন মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ইতিহাসে এক রেকর্ডও হয়। এশিয়ায় টেস্টের প্রথম দিনে এর আগে কখনও ২০ উইকেট পড়েনি। এর আগের রেকর্ড ছিল ১৮ উইকেট, ১৯৮৭ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দিল্লি টেস্টে।
পাকিস্তানের স্পিনার নোমান আলি এদিন গড়েন দারুণ কীর্তি। ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টেস্টে হ্যাটট্রিক করে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে এই নজির গড়েন। তার ৪১ রানে ৬ উইকেট তুলে নেওয়া ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ।
পরে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও ছাড় দেননি। জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট ও গুডাকেশ মোটি ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১.১ ওভারে ১৬৩ (মোতি ৫৫, ওয়ারিক্যান ৩৬*; নোমান ৬/৪১)
পাকিস্তান ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫৪ (রিজওয়ান ৪৯, শাকিল ৩২; ওয়ারিক্যান ৪/৪৩, মোটি ৩/৪৯)