চার বছরের দায়িত্ব শেষে আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন জেফ অ্যালারডাইস। ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণের’ উদ্দেশ্যেই তার এই সিদ্ধান্ত।
২০১২ সালে আইসিসিতে যোগ দিয়ে প্রথমে ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন অ্যালারডাইস। ২০২১ সালে পূর্ণকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি আট মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।
মঙ্গলবার এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানিয়েছে আইসিসি। পদত্যাগের সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করছেন অ্যালারডাইস।
তিনি বলেন, “আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন ছিল আমার জন্য সম্মানের। বিশ্ব ক্রিকেটের প্রসার এবং বাণিজ্যিক ভিত্তি স্থাপনে আমরা যেসব সাফল্য পেয়েছি, তাতে আমি গর্বিত।”
আইসিসি চেয়ারম্যান জয় শাহ তার নিষ্ঠা ও নেতৃত্বের জন্য অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় তার ভূমিকা অনস্বীকার্য। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।”
অ্যালারডাইসের উত্তরসূরি নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আইসিসি।