Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেট‘স্যার গ্যারফিল্ড সোবার্স' ট্রফি জিতলেন বুমরাহ

‘স্যার গ্যারফিল্ড সোবার্স’ ট্রফি জিতলেন বুমরাহ

বল হাতে স্বপ্নের মতো বছর কাটানোর স্বীকৃতি পেলেন জাসপ্রিত বুমরাহ। ভারতের তারকা ফাস্ট বোলার প্রথমবারের মতো জিতলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’

গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে ২০২৪ সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন বুমরাহ। সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন বুমরাহ। এর আগে রাহুল দ্রাবিড়, সাচিন টেন্ডুলকার, রাভিচান্দ্রান অশ্বিন ও ভিরাট কোহলি এই পুরস্কার পান।

গত বছর টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩১ বছর বয়সী বুমরাহ। ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে শিকার করেন ৭১ উইকেট। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫-এর নিচে বোলিং গড়ে এক বছরে অন্তত ৭০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ হারের মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ান। পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে ভাঙেন রেকর্ড।

বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেন বুমরাহ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন ওভারপ্রতি মাত্র ৪.১৭ ইকোনমিতে।

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৭ রানে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচেও ছিলেন ম্যাচসেরা।

২০২৪ সালে ওয়ানডে খেলেননি বুমরাহ। তবে তার সাফল্যেই ভারত পেল দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটানোর আনন্দ।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments