বিপিএলের লিগ পর্ব শেষ হলেও প্লে-অফের আশায় এখনও বুক বেঁধে আছে দুর্বার রাজশাহী। তবে ফ্র্যাঞ্চাইজিটি এবারও সমালোচনার মুখে পড়েছে পারিশ্রমিক ও আবাসন ইস্যুতে।
সম্প্রতি যেসব ক্রিকেটারের বাসা ঢাকায়, তাদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
শুরু থেকেই রাজশাহীর বিরুদ্ধে পর্যাপ্ত আবাসন খরচ না করার অভিযোগ ছিল। এমনকি একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিল দলটি। এবার লিগ পর্ব শেষ হওয়ার পরও প্লে-অফের ভাগ্য নির্ধারিত না হলেও ক্রিকেটারদের থাকা-খাওয়ার খরচ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা।
এবারের বিপিএলে রাজশাহী বারবার বিতর্কে জড়িয়েছে। ড্রাফটের সময় থেকেই টুকটাক সমালোচনা শুরু হয়। পরে পারিশ্রমিক সমস্যা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। চেক বাউন্সের ঘটনাও ঘটেছে একাধিকবার।
তবে মাঠের লড়াইয়ে এখনও লড়াকু রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। ভাগ্য সহায় হলে প্লে-অফে যাওয়ার সুযোগ এখনও রয়েছে দুর্বার রাজশাহীর সামনে।