আগেই শেষ চার নিশ্চিত করা দুই দলের মধ্যে আজকের লড়াইয়ে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে তারা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার কিংস অ্যারেনাতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আক্রমণাত্মক খেলতে নেমে আবাহনী। প্রথমার্ধে এনামুল হক গাজী দলের হয়ে এক গোল করেন, পরে দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হৃদয় ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বাদশ মিনিটে আবাহনীর গোলটি আসে, যখন শাহরিয়ার ইমনের কাটা ব্যাক পাস থেকে গোল করেন এনামুল। পরে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ গোল শোধ করার চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়।
৫৭ মিনিটে নাবীব নেওয়াজ এক গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন, এরপর ৬০ মিনিটে আবাহনীর হয়ে গোল করেন হৃদয়। শেষ মুহূর্তে রহমতগঞ্জের মাহাদী ইউসুফের শট ক্রসবারে লেগে ভেসে যায়, ফলে ব্যবধান আর বাড়েনি।
১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আবাহনী শেষ করেছে। রহমতগঞ্জ ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।
এছাড়া, মোহামেডান ৫-২ গোলের বড় জয় নিয়ে ফেডারেশন কাপ শেষ করেছে ইয়ংমেন্স ফকিরাপুলের বিরুদ্ধে। মইনুল ইসলাম ও আরিফ হোসেন দুটি করে গোল করেন, অপর গোলটি আত্মঘাতী।