কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার সেটাই বাস্তবে পরিণত করলেন হান্নান সরকার। জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন এই সাবেক ডানহাতি ব্যাটার।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান নিজেই। কোচিং ক্যারিয়ার গড়তে চাওয়ার কারণেই তার এই সিদ্ধান্ত। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, যা কার্যকর হবে এক মাস পর।
২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক হিসেবে যাত্রা শুরু করেন হান্নান। তার সময়েই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ঐতিহাসিক বিশ্বকাপ শিরোপা। এরপর ২০২৪ সালে জাতীয় দলে যোগ দেন নির্বাচক হিসেবে।
তবে সিনিয়র দলে খুব বেশি দিন থাকতে পারেননি তিনি। মাত্র ১০ মাসের মধ্যেই দায়িত্ব ছাড়লেন। হান্নান বিদায়বেলায় বলেন, “জাতীয় নির্বাচক হিসেবে দারুণ সময় কেটেছে। যথেষ্ট সম্মান পেয়েছি। তবে এবার নতুন চ্যালেঞ্জ নিতে চাই।”
জানা গেছে, দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।
হান্নানের বিদায়ে এখন জাতীয় দলের নির্বাচক হিসেবে বাকি আছেন দুইজন—প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক।