বিপিএল ফাইনালের আগে শক্তি বাড়াতে সাবেক কিউই অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টিতে অংশ নেওয়া নিশামের দল প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় বরিশাল তাকে ফাইনালের জন্য অন্তর্ভুক্ত করার সুযোগ পায়।
সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।
বিদেশি কোটায় তাদের হয়ে প্লে-অফে খেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আলি, ক্যারিবিয়ান কাইল মেয়ার্স, ইংলিশ ব্যাটার দাবিদ মালান ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ধারণা করা হচ্ছে, ফাইনালে নবির বদলে একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডার নিশামকে।
এসএ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বোলিংয়ে ৭ উইকেট নিয়ে অবদান রেখেছেন নিশাম।
উল্লেখ্য, বিপিএলে এর আগে রংপুর রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে জিমি নিশামের।