Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটটি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডে দলেও ভারুন

টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডে দলেও ভারুন

টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে ভারতের ওয়ানডে দলে জায়গা করে নিলেন স্পিনার ভারুন চক্রবর্তী। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৫ বছর বয়সী এই স্পিনারকে।

নাগপুরে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনের পর বিসিসিআই নিশ্চিত করে তাকে দলে যুক্ত করার খবর। বৃহস্পতিবার নাগপুরেই শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারুন নেন সর্বোচ্চ ১৪ উইকেট। ওভারপ্রতি ৭.৬৬ রান দিয়ে জেতেন সিরিজ-সেরার পুরস্কার।

ভারতের ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পাওয়া এই স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ২৩টি ম্যাচ। চলতি মৌসুমে ভিজায় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ৬ ম্যাচে ১৮টি উইকেট নেন তিনি, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ।

ভারুনের অন্তর্ভুক্তিতে ভারতের স্পিন বিভাগ আরও শক্তিশালী হলো। কুলদিপ ইয়াদাভ, আকসার প্যাটেল, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারের সঙ্গে যোগ হলেন এই বৈচিত্র্যময় স্পিনার।

আইপিএলে নজরকাড়া বোলিং দিয়ে ২০২১ সালে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া ভারুন অভিষেক সিরিজে ভালো করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েন। তবে ২০২৪ আইপিএলে ২১ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে ভূমিকা রেখে ফের জাতীয় দলে ফেরেন তিনি।

ফেরার পর ১২ ম্যাচে ৩১টি উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন ভারুন। তার অন্তর্ভুক্তি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের স্পিন শক্তিতে বাড়তি মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments