Friday, April 11, 2025
spot_img
হোমফুটবলতোরেসের গোলউৎসব, কোপা দেল রে'র সেমিতে বার্সেলোনা

তোরেসের গোলউৎসব, কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা

মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। বিশাল এই জয়ে কোপা দেল রের সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করল হান্সি ফ্লিকের দল। বৃহস্পতিবার রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ৫-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচের নায়ক ফেররান তরেস। মাত্র আধাঘণ্টার মধ্যেই দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি। এছাড়া স্কোরশিটে নাম লেখান ফের্মিন লোপেস ও লামিনে ইয়ামাল।

এর আগে গত ২৬ জানুয়ারি লা লিগার ম্যাচে ভালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বার্সা। সেবারও ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় তারা।

এবারও তৃতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্দের চমৎকার পাস থেকে নিচু শটে প্রথম গোল করেন তরেস। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড।

১৭ মিনিটে রাফিনিয়ার পাস থেকে গোলের সুযোগ তৈরি করেন ইয়ামাল। তার শট পোস্টে লেগে ফিরলে ফিরতি বলে গোল করেন তরেস। ভিএআরের সাহায্যে গোলটি বৈধতা পায়। এরপর ২৩তম মিনিটে ফের্মিন লোপেস দারুণ দক্ষতায় গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

৩০তম মিনিটে তরেস হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রির ক্রসে রাফিনিয়ার পাস থেকে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ালে পূর্ণ হয় ৫ গোলের জয়।

ভালেন্সিয়ার হতাশা তখন স্পষ্ট হয়ে ওঠে মাঠ ও গ্যালারিতে।

বার্সেলোনা আগামী রোববার লা লিগায় সেভিয়ার মাঠে খেলতে নামবে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments