Saturday, April 5, 2025
spot_img
হোমক্রিকেটবাংলাদেশ চমক দেখাতে পারে, তবে চ্যাম্পিয়ন নয়!

বাংলাদেশ চমক দেখাতে পারে, তবে চ্যাম্পিয়ন নয়!

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ, তবে এবি ডি ভিলিয়ার্সের মতে, নকআউট পর্বেও যাওয়ার সামর্থ্য নেই টাইগারদের! দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, তার মতামত হয়তো বাংলাদেশের সমর্থকদের রাগাতে পারে, তবে বাস্তবতা হলো—তিনি বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না।

নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’-এ একটি ভিডিওতে প্রতিটি দলের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেছেন ডি ভিলিয়ার্স। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন, কিন্তু আমি সেভাবে তাদের সম্ভাবনা দেখছি না।”

তবে পুরোপুরি হতাশার বার্তা দেননি তিনি। বরং বলেছেন, গ্রুপ পর্বে বাংলাদেশ চমক দেখাতে পারে। তার মতে, “বাংলাদেশ একটা অঘটন ঘটাতে পারে। তারা ভালো দল, তবে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়। তবু বাংলাদেশের সমর্থকদের জন্য শুভকামনা রইল।”

গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। তার আগে আগামীকাল দুবাইয়ে পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

ডি ভিলিয়ার্স বাংলাদেশ দলের কিছু খেলোয়াড়ের প্রশংসাও করেছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ সম্পর্কে বলেছেন, “তাসকিন ভালো ডানহাতি পেসার, মিরাজ দুর্দান্ত অলরাউন্ডার, আর মাহমুদউল্লাহর খেলা সবসময়ই উপভোগ্য।” অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্পর্কে বলেন, “সে কার্যকর ও ধারাবাহিক, তাই বাংলাদেশের সমর্থকেরা তাকে অধিনায়ক হিসেবে দেখে খুশি হবেন।”

এর আগে রিকি পন্টিংও বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখেননি এবং আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন। এবার ডি ভিলিয়ার্সও টাইগারদের সম্ভাবনা উড়িয়ে দিলেন। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল কি মাঠের পারফরম্যান্স দিয়েই এই সমালোচনার জবাব দেবেন? সেটা জানতে অপেক্ষা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments