Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলরিয়ালে যাচ্ছেন আলফান্সো ডেভিস, অপেক্ষা চুক্তির

রিয়ালে যাচ্ছেন আলফান্সো ডেভিস, অপেক্ষা চুক্তির

ফুল-ব্যাক পজিশনে সংকট মোকাবিলায় রিয়াল মাদ্রিদ নতুন তারকা দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে রিয়ালের চুক্তি প্রায় নিশ্চিত। একইসঙ্গে কানাডিয়ান তারকা আলফান্সো ডেভিসকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে লস ব্লাঙ্কোসরা। 

বায়ার্ন মিউনিখের লেফট-ব্যাক ডেভিস ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে বায়ার্ন তাকে ধরে রাখতে আর্থিক প্রস্তাব বাড়িয়েছে, যেখানে ডেভিস হ্যারি কেইনের পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাবেন।

রিয়াল ডেভিসের এজেন্টের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং ফিফার নিয়ম অনুযায়ী চুক্তির ছয় মাস আগেই তাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও বায়ার্নের প্রস্তাবের চেয়ে রিয়ালের আর্থিক প্রস্তাব কম, ডেভিসের ভবিষ্যৎ নির্ভর করছে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।

দানি কারবাহালের চোট ও ফেরলান্ড মেন্ডির ফর্মহীনতায় ফুল-ব্যাক পজিশনে শক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। ডেভিস এবং আর্নল্ডের চুক্তি হলে রিয়ালের স্কোয়াডে আসতে পারে নতুন গতি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments