Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটঅভিযুক্ত আলিসের ঢাকা পর্বে খেলতে কোনো বাঁধা নাই

অভিযুক্ত আলিসের ঢাকা পর্বে খেলতে কোনো বাঁধা নাই

বিপিএলে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম আবারও বোলিং অ্যাকশনের সন্দেহের মুখে পড়েছেন। এর আগে ২০১৯ সালের অভিষেক আসরেও তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। সেবার অভিযুক্ত হওয়ার পর চোটের কারণে ৮ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। অ্যাকশন শুধরে ফিরে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছিলেন।

চলতি আসরে চিটাগং কিংসের হয়ে খেলছেন আলিস। অভিযোগের বিষয়ে চিটাগংয়ের টিম ম্যানেজার লাবরুর রহমান জানান, কয়েকটি ডেলিভারির জন্য অভিযোগ উঠেছে এবং বিপিএল শেষে আলিসকে পরীক্ষা দিতে হতে পারে। তিনি বলেন, “ঢাকা পর্বে সে খেলতে পারবে। দেশে বা বিদেশে পরীক্ষা হবে, এখনো চূড়ান্ত হয়নি।”

চিটাগং কিংস বর্তমানে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দলটি অভিযোগের বিষয়ে সতর্ক থাকলেও সন্দেহজনক বোলিং অ্যাকশন ও ওয়াইড-নো বল নিয়ে নির্দিষ্ট কিছু দেখেনি বলে টিম ম্যানেজার লাবরুর রহমান সংবাদ সম্মেলনে জানায়।

তিনি বলেন, ‘ডিরেক্ট কোনো কিছু আসে নাই। কিছু ডেলিভারির জন্য হয়েছে। মেইলের রিপ্লাই দিয়েছি। হয়ত বিপিএলের পর তাকে টেস্টের জন্য পাঠাবে। দেশে বা বিদেশে যেখানেই হোক। ঢাকা পর্বে সে খেলতে পারবে। দেশে পরীক্ষা নিলে ভালো নয়ত বাইরে পাঠাবে। এর আগে তো তার একটু এরকম আসছিল। এখানে তেমন কিছু আসে নাই রিপোর্টে। (বিপিএল শেষে?) হ্যাঁ।’

এছাড়া বিপিএলে সন্দেহজনক ওয়াইড, নো বল এসব ব্যাপারে লাবরুর বলেন, ‘আজকে সকালে এই নিউজটা দেখেছি। আমাদের দলে এমন কিছু দেখি নাই। অন্য দলের সাথে তো আমরা জড়িত না আমরা এটা বলতেও পারি না। আমাদের চোখে এমন কিছু পড়েনি। খেলা দেখে সন্দেহ কীভাবে করবেন? সবাই ভালো করছে সবাই জিততে চায়।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments