কলম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন গোলরক্ষক আলিসন বেকার। সেই ধাক্কা সামলে উঠতে না পারায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারছেন না লিভারপুল তারকা। তার বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ওয়েভের্তন।
আলিসন ছাড়াও আরও দুই পরিবর্তন
আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে আরও দুই পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে। দলে নতুন করে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও গোলরক্ষক এদেরসন। এছাড়াও স্কোয়াডে যোগ দিয়েছেন ডিফেন্ডার বেরালদেও।
ইঞ্জুরি ও নিষেধাজ্ঞায় ভুগছে ব্রাজিল
শুধু আলিসনই নন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন জেহসনও। ফলে তিনিও ছিটকে গেছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে। এছাড়া একাধিক কার্ডের কারণে খেলতে পারবেন না গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস।
নেইমারও বাইরে, বদল আসছে একাদশে
এর আগেও স্কোয়াড পরিবর্তনে বাধ্য হয়েছিল ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরলেও শেষ পর্যন্ত থাকতে পারেননি নেইমার।
বাছাইপর্বের অবস্থান
কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে ১৩ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ২১। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে বিশ্বকাপে এক পা দিয়ে ফেলেছে।
২৬ মার্চ বাংলাদেশ সময় সকালে বুয়েন্স আইরেসে মুখোমুখি হবে দুই দল। চোট ও নিষেধাজ্ঞার ধাক্কা সামলে কি ব্রাজিল এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে? ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে সেই দিকেই!