দুই মৌসুম আগে রেকর্ড গড়েই সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে দারুণ পারফরম্যান্সে সৌদির ফুটবলের রূপ বদলে দিয়েছেন তিনি। কিছুদিন ধরে গুঞ্জন ছিল, এই মৌসুম শেষে সৌদি ছাড়ছেন সিআর সেভেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন রোনালদো।
সৌদি সংবাদমাধ্যম আল খবরের প্রতিবেদনে জানা গেছে, রেকর্ড ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে আরও এক বছরের জন্য সৌদিতে থাকবেন ৩৯ বছর বয়সী রোনালদো। এটাই ফুটবলের ইতিহাসে একজন প্রবীণ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
চুক্তির অংশ হিসেবে মাঠের বাইরের প্রচারণার জন্য রোনালদো পাবেন আরও ৬০ মিলিয়ন ডলার। এতে তার সাপ্তাহিক আয় দাঁড়াবে প্রায় ৪ মিলিয়ন ডলার, যা দৈনিক হিসেবে প্রায় ৫ লাখ ডলার!
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়া রোনালদো এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৪ ম্যাচে ৭৫ গোল করেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করতে পারেন পর্তুগিজ এই সুপারস্টার।