Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলবায়ার্নেই থাকছেন ডেভিস, শেষ রিয়াল গুঞ্জন

বায়ার্নেই থাকছেন ডেভিস, শেষ রিয়াল গুঞ্জন

আলফুন্স ডেভিসের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন চুক্তি করলেন বায়ার্ন মিউনিখের সঙ্গে। ক্লাবটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানায়, ২০৩০ সাল পর্যন্ত বাভারিয়ানদের হয়েই খেলবেন কানাডিয়ান এই লেফটব্যাক।

২০১৯ সালে বায়ার্নে যোগ দেওয়া ডেভিসের আগের চুক্তি শেষ হতে যাচ্ছিল আগামী জুনে। দীর্ঘদিন ধরেই নতুন চুক্তি নিয়ে জটিলতা চলছিল। এ সময় রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও ছড়িয়ে পড়ে। ডেভিস নিজেও মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছিলেন বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম।

তবে শেষ পর্যন্ত বায়ার্নের আপ্রাণ প্রচেষ্টা সফল হয়েছে। ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ধরে রাখতে মরিয়া বায়ার্ন তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজি করাতে সক্ষম হয়েছে।

ডেভিস বলেন, “বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে আমি আনন্দিত। মাত্র ১৮ বছর বয়সে এখানে এসেছিলাম এবং প্রতিদিন শিখে নিজেকে সেরাদের একজন হিসেবে গড়ে তুলতে চেয়েছি। এখন আরও পাঁচ বছর একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি। অনেক কিছু অর্জন করেছি এখানে, কিন্তু এখনও আরও অনেক কিছু বাকি।”

বায়ার্নের হয়ে ছয় বছরের ক্যারিয়ারে ডেভিস জিতেছেন টানা পাঁচটি বুন্দেসলিগা শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৩টি ট্রফি। তার এই চুক্তি পূর্ণ হলে বায়ার্নে ১১ বছরের ক্যারিয়ার হবে তার।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments