Saturday, March 29, 2025
spot_img
হোমনারী ক্রিকেট'র‍্যাচেল হেহো ফ্লিন্ট' ট্রফি জিতলেন অ্যামেলিয়া

‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট’ ট্রফি জিতলেন অ্যামেলিয়া

ব্যাট ও বল হাতে স্বপ্নময় এক বছর কাটানোর স্বীকৃতি পেলেন অ্যামেলিয়া কার। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে আইসিসির র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি জিতলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

এছাড়াও ২০২৪ সালের মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার। নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কেউ পেলেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে চূড়ান্তভাবে নির্বাচিত হন অ্যামেলিয়া। সেরার লড়াইয়ে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে।

গত বছর ৯টি ওয়ানডেতে ব্যাট হাতে এক ফিফটিতে ২৬৪ রান করেন অ্যামেলিয়া, বল হাতে নেন ১৪ উইকেট। তবে তার স্বপ্নময় সময় কাটে টি-টোয়েন্টিতে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার শিরোপা জেতায় বড় অবদান রাখেন তিনি। আসরে ৬ ম্যাচে ২৭ গড়ে করেন ১৩৫ রান, বল হাতে নেন ১৫ উইকেট।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের ইনিংস ও তিন উইকেট শিকার করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। পরে টুর্নামেন্টের সেরাও হন।

সব মিলিয়ে গত বছর ১৮ টি-টোয়েন্টিতে ৩৮৭ রান এবং ২৯ উইকেট নেন অ্যামেলিয়া। এক পঞ্জিকাবর্ষে মেয়েদের টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments