ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসি ও তার স্ত্রী এন্তোনেলা রোকুজ্জো সম্পর্কে সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তারা আবারও বাবা-মা হতে চলেছেন, আর এবার কন্যাসন্তান আসছে। তবে এন্তোনেলা এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি মেসি ও এন্তোনেলা বর্তমানে তিন পুত্রসন্তানের (থিয়াগো, মাতেও ও চিরো) গর্বিত বাবা-মা। মেসি আগে একবার বলেছিলেন, “আমরা আবারও সন্তানের বাবা-মা হতে চাই। যদি মেয়েসন্তান আসে, তাহলে তো আরও ভালো।” তবে সেই পুরনো মন্তব্যই ২০২৫ সালে এসে ভুল তথ্যের জন্ম দিয়েছে।
সম্প্রতি এক স্প্যানিশ সাংবাদিক নাইয়ারা ভেচ্চিও দাবি করেন, “মেসি ও এন্তোনেলার ঘনিষ্ঠ মহল থেকে আমি শুনেছি যে তারা একটি কন্যাসন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।”
তবে এই খবর শুনে এন্তোনেলা নিজেই অবাক হয়েছেন। আর্জেন্টাইন সাংবাদিক অ্যাঞ্জেল ডি ব্রিটো জানান, “আমি এন্তোনেলার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গর্ভধারণের খবরটি সম্পূর্ণ মিথ্যা। গত তিন বছর ধরে মিডিয়া তাকে ‘গর্ভবতী’ বানানোর চেষ্টা করছে!”
২০১৭ সালে শৈশবের প্রেমিকা এন্তোনেলার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মেসি। এরপর বার্সেলোনা, প্যারিস ও এখন মায়ামিতে একসঙ্গে কাটাচ্ছেন সময়। বর্তমানে মেসি ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত।