Wednesday, March 26, 2025
spot_img
হোমফুটবলব্রাজিলকে নাস্তানাবুদ করে ছাড়লো লিওনেল স্কালোনি অ্যান্ড গং

ব্রাজিলকে নাস্তানাবুদ করে ছাড়লো লিওনেল স্কালোনি অ্যান্ড গং

বুয়েনস আইরেসের মনুমেন্তালে দুর্দান্ত দলগত ফুটবলে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। চোটের ধাক্কা সামলেও স্কালোনির দল দেখিয়েছে আত্মবিশ্বাসী পারফরম্যান্স, যেখানে ব্রাজিলের তারকা আক্রমণভাগ ছিল নিষ্প্রভ।

বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্টার ও জুলিয়ানো সিমেওনে।

মেসি, লাউতারো ও দিবালাদের ছাড়া খেলতে নেমেও আর্জেন্টিনা মাঠে দেখিয়েছে পূর্ণ নিয়ন্ত্রণ। ম্যাচের আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার সুখবর পেয়েছিল তারা, এরপর সেটি আরও স্মরণীয় করে রাখল ব্রাজিলকে হারিয়ে।

প্রথমার্ধেই আর্জেন্টিনার দাপট

ম্যাচের শুরুতেই আধিপত্য দেখাতে থাকে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটেই প্রথম আক্রমণে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। তিয়াগো আলমাদার পাস থেকে সুযোগ পান আলভারেস, ভাগ্যের সহায়তায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার আরানার পায়ে লেগে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

১৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। নাহুয়েল মোলিনার ডান দিক থেকে বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ছয় গজ বক্সে চলে আসে, সুযোগ কাজে লাগিয়ে সহজেই জাল খুঁজে নেন এনজো ফার্নান্দেস।

ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করে ২৬তম মিনিটে। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর ভুলের সুযোগে বল কেড়ে নিয়ে নিচু শটে ব্যবধান কমান উলভসের ফরোয়ার্ড মাথেউস কুনিয়া।

তবে আর্জেন্টিনা দ্রুতই তাদের লিড আরও বাড়িয়ে নেয়। ৩৭তম মিনিটে এনজো ফার্নান্দেসের ক্রসে দুর্দান্ত এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন আলেক্সিস মাক আলিস্টার।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের খেলা বর্ণহীন

বিরতির পর তিনটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ, তবে তাতে খুব একটা লাভ হয়নি। বরং আক্রমণ ধরে রেখেছিল আর্জেন্টিনা। ৭১তম মিনিটে মাঠে নামেন বদলি ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে, তিন মিনিটের মধ্যেই নিকোলাস তাগলিয়াফিকোর পাস থেকে কোনাকুনি শটে চতুর্থ গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

ব্রাজিলের হয়ে রাফিনিয়া শেষদিকে ফ্রি-কিকে একমাত্র উল্লেখযোগ্য চেষ্টা করেন, তবে তা ক্রসবারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পারে ব্রাজিল, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি।

এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে, ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ব্রাজিল, যারা টানা পাঁচ ম্যাচ ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়বঞ্চিত। তাদের সর্বশেষ জয় ছিল ২০১৯ কোপা আমেরিকায়।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments