২০২৬ বিশ্বকাপের জন্য অপেক্ষা আর এক বছরের বেশি। তবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটার দোরগোড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!
ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে আর্জেন্টিনা
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ ছিল আর্জেন্টিনার সামনে। প্রথম ম্যাচেই উরুগুয়েকে হারিয়ে লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
বর্তমান পয়েন্ট তালিকা (১৩ ম্যাচ শেষে)
আর্জেন্টিনা – ২৮ পয়েন্ট
বলিভিয়া – ১৩ পয়েন্ট
আগামী ম্যাচে আর্জেন্টিনা যদি ব্রাজিলের সঙ্গে ড্র করে, তাহলে তাদের পয়েন্ট হবে ২৯। বাকি সব ম্যাচ হারলেও বলিভিয়ার পক্ষে আর আলবিসেলেস্তাদের টপকানো সম্ভব হবে না।
বলিভিয়ার ম্যাচেই নির্ধারিত হতে পারে আর্জেন্টিনার ভাগ্য!
আর্জেন্টিনার ম্যাচের আগে উরুগুয়ের বিপক্ষে খেলবে বলিভিয়া। যদি বলিভিয়া সেই ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে ব্রাজিল ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা!
দক্ষিণ আমেরিকা থেকে এবার ৬ দল যাবে বিশ্বকাপে
২০২৬ বিশ্বকাপে ৩২ দলের বদলে খেলবে ৪৮ দল। ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপে যাবে, আরেকটি দলকে খেলতে হবে প্লে-অফ।
বর্তমানে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়াটা এখন সময়ের অপেক্ষা মাত্র! বিশ্বকাপের টিকিট যদি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ম্যাচে আসে, তাহলে সেটি হবে আর্জেন্টাইন ভক্তদের জন্য বাড়তি আনন্দ!