Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবললাল কার্ডের খেসারত, দুই ম্যাচ নিষিদ্ধ স্লট

লাল কার্ডের খেসারত, দুই ম্যাচ নিষিদ্ধ স্লট

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণ করায় বড় শাস্তির মুখে পড়লেন লিভারপুল কোচ আর্না স্লট। ম্যাচ শেষে আপত্তিকর ও অপমানজনক ভাষা ব্যবহারের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, ম্যাচ রেফারি মাইকেল অলিভার স্লটকে লাল কার্ড দেখানোর কারণ হিসেবে তার অশালীন মন্তব্য ও আচরণকে চিহ্নিত করেছেন।

এই নিষেধাজ্ঞার ফলে পরবর্তী দুই ম্যাচে লিভারপুল ডাগআউটে কোচকে পাবে না, যা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। এর আগে স্লট লাল কার্ড দেখার পর থেকেই শাস্তির গুঞ্জন চলছিল, তবে এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

লিভারপুলের পরের দুই ম্যাচে লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে দাঁড়াতে পারবেন না ৪৬ বছর বয়সী এই ডাচ কোচ।এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।

মার্সিসাইড ডার্বিটি বুধবার ২-২ গোলে ড্র হয়। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। ওই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments