চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়ে স্বপ্ন দেখছে আর্সেনাল। প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চ ছোঁয়ার সম্ভাবনায় দলটিকে যেন নতুন করে চাঙ্গা করে তুলেছে কাই হাভার্টজের সম্ভাব্য ফেরার খবর। ইনজুরির কারণে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা এই মিডফিল্ডারকে মৌসুম শেষের আগেই দলে পাওয়ার আশা প্রকাশ করেছেন কোচ মিকেল আর্তেতা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দাপুটে ৩-০ ব্যবধানে জয়ের পর অনেকটাই সেমি-ফাইনালের পথে এগিয়ে গিয়েছে গানাররা। এমন সময়ে পুরো স্কোয়াডকে পাশে পেতে মুখিয়ে কোচ আর্তেতা।
মিডিয়ার সঙ্গে আলাপে তিনি জানান, “আশা করছি মৌসুম শেষ হওয়ার আগে আমরা হাভার্টজকে ফিরে পাবো। প্রতিটি চোট আলাদা, কিন্তু ওর পরিশ্রমের মানসিকতা অসাধারণ। দ্রুত ফেরার জন্য ও মরিয়া। আমাদের চিকিৎসক দলও চমৎকার কাজ করছে।”
পুনর্বাসনের শেষ ধাপে গিয়ে হাভার্টজ কতটা ফিট, তা বোঝা যাবে বলেও জানান তিনি।
এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ডেক্লান রাইস ও বুকায়ো সাকার হালকা চোট নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেটাও উড়িয়ে দিয়েছেন আর্তেতা। তিনি আশ্বস্ত করে বলেন, “ডেক ও বুকায়ো দুজনই ফিট। কেবল দুইটি কিকের কারণে ওরা কিছুটা অস্বস্তি অনুভব করেছিল, তবে দ্রুতই সেরে উঠেছে। আগামী ম্যাচে ওরা দুজনই থাকবে।”
আসছে সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসদের। ম্যাচটির আগে পূর্ণ শক্তির দল পাওয়া তাই আর্তেতার জন্য বড় স্বস্তির খবর বলাই যায়। চ্যাম্পিয়নস লিগে সম্ভাব্য ইতিহাস গড়ার পথে প্রতিটি খেলোয়াড়কেই পুরোপুরি প্রস্তুত দেখতে চাইছে লন্ডনের ক্লাবটি। আর হাভার্টজের প্রত্যাবর্তনের সম্ভাবনা সেই স্বপ্নপথে নতুন করে বাড়িয়ে দিয়েছে আস্থা।