দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়ে আক্রমণের ঝড় তুলেছিল আর্সেনাল। একের পর এক সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেশিরভাগই কাজে লাগেনি। তবে জয় নিয়ে মিকেল আর্তেতার দলের খুব বেশি ভাবতে হয়নি। অনায়াসেই চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে তিনে উঠে এসেছে তারা।
বুধবার রাতে ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ, আর যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
প্রথমার্ধে আর্সেনাল একের পর এক আক্রমণ গড়লেও দিনামোর রক্ষণ এবং গোলরক্ষকের বাধায় ব্যবধান বাড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলটির সমন্বিত আক্রমণ এবং রক্ষণভাগের দৃঢ়তায় জয় নিশ্চিত করে।
৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসা আর্সেনাল শীর্ষ আটে থাকার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে, দিনামো জাগরেব নেমে গেছে ২৬ নম্বরে, তাদের সেরা ২৪-এ থাকার আশা এখন কঠিন।