ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি পেসার আর্শদিপ সিং। আইসিসি ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
শনিবার আইসিসি ঘোষণা করে সেরা পুরুষ ক্রিকেটারের নাম। সেরার দৌড়ে আর্শদিপ হারিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।
গত বছর ভারতের হয়ে ১৮ টি-টোয়েন্টি ম্যাচে খেলেন আর্শদিপ। ১৩.৫০ গড়ে ও ৭.৪৯ ইকোনমিতে ৩৬ উইকেট নেন। এক পঞ্জিকাবর্ষে এটি ভারতীয় বোলারদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ক্যারিয়ার সেরা বোলিং আসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যেখানে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন।
বিশ্বকাপে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আর্শদিপ। তাকে বিজয়ী নির্বাচনে ভূমিকা রেখেছে গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোট।