বিশ্বজুড়ে দুই প্রান্তে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার গলে হেড-স্মিথদের ঐতিহাসিক জয়ের আগে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার নারী দল।
দিনের শুরুতে বেথ মুনি গোলাপি বলের এই টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন দুর্দান্ত কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম নারী এবং বিশ্বে চতুর্থ ব্যাটার হিসেবে মুনির এই অর্জন।
মেলবোর্নে ইনিংস ও ১২২ রানের বড় জয়ে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ১৬-০ পয়েন্টে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রতিটিতেও জয় পায় স্বাগতিকরা।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন অ্যানাবেল সাদারল্যান্ড, যিনি খেলেছেন ১৬৩ রানের অনবদ্য ইনিংস।
বল হাতে আলো ছড়ান লেগ স্পিনার অ্যালানা কিং। ম্যাচে নেন ৯ উইকেট। সিরিজে তার ঝুলিতে জমা হয়েছে ২৩ উইকেট। সেই সঙ্গে জিতেছেন ‘প্লেয়ার অব দা সিরিজ’ পুরস্কার।
কিংয়ের একটি ডেলিভারি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করে ডানহাতি ব্যাটার সোফিয়া ডাঙ্কলির ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে।
বলের এই অদ্ভুত বাঁক দেখে অনেকে স্মরণ করছেন ১৯৯৩ সালে ওল্ড ট্র্যাফোর্ডে শেন ওয়ার্নের সেই বিখ্যাত ‘বল অব দা সেঞ্চুরি’। মজার ব্যাপার হলো, কিং এই ডেলিভারিটি করেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের শেন ওয়ার্ন স্ট্যান্ড প্রান্ত থেকেই!