Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের হালচাল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের হালচাল

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা। চোট সমস্যার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুই তারকা পেসার জশ হেইজেলউড ও প্যাট কামিন্স। একইসঙ্গে সবাইকে চমকে দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

হেইজেলউড-কামিন্সের চোটজর্জর অবস্থা

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানান, হেইজেলউড ও কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। পিঠের পুরনো চোট নতুন করে জেঁকে বসায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হেইজেলউড। ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজেও তিনটি টেস্ট মিস করেছিলেন তিনি।

অন্যদিকে কামিন্সের সমস্যা অ্যাঙ্কেলের চোট। বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার পর থেকেই তার সমস্যা প্রকট হয়ে ওঠে। যদিও দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে ছুটিতে আছেন তিনি, কিন্তু চোট না থাকলেও শ্রীলঙ্কার চলমান সিরিজে তার খেলা সম্ভব হতো না।

স্টয়নিসের আকস্মিক অবসর

বৃহস্পতিবার হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। পাশাপাশি পিঠের চোট কাটিয়ে না ওঠায় দল থেকে বাদ পড়েছেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ।

নতুন মুখের সম্ভাবনা

চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য পেসার শন অ্যাবট ও কুপার কনোলিকে রাখা হতে পারে। এছাড়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, বেন ডোয়ার্শিস ও স্পেন্সার জনসনকে দলে যোগ করার পরিকল্পনা রয়েছে।

বাড়তি স্পিনার হিসেবে তানভির স্যাঙ্ঘার নামও বিবেচনায় রয়েছে। লেগ স্পিনার হিসেবে ডেভেলপমেন্ট স্কোয়াডে থাকা এই ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরাউন্ডার বাউ ওয়েবস্টারও থাকতে পারেন আলোচনায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ

শ্রীলঙ্কায় ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments