প্রথম সেটে তুমুল লড়াই হলেও পরের দুই সেটে দাপট দেখিয়ে বেন শেল্টনকে হারালেন ইয়ানিক সিনার। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৭-৬ (৭-২), ৬-২, ৬-২ গেমে জিতে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন এই ইতালিয়ান তারকা।
২৩ বছর বয়সী সিনারের জয়ের ধারা এখন টানা ২০ ম্যাচ। রোববার ফাইনালে তিনি মুখোমুখি হবেন জার্মান তারকা আলেক্সান্দার স্ফেরেভের, যিনি প্রথম সেমি-ফাইনালে নোভাক জোকোভিচের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর পর জায়গা করে নেন ফাইনালে।
১৯৯৩ সালে জিম কুরিয়ারের পর সিনারই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, যিনি একাধিকবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। এবার তার সামনে রয়েছে প্রথম ইতালিয়ান হিসেবে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ।
“আবার ফাইনালে ফিরতে পেরে খুব খুশি। রোববারের দিনটা উপভোগ করতে চাই,” বললেন সিনার।
হার্ড-কোর্ট স্ল্যামে (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) টানা ২০ ম্যাচ অপরাজিত রয়েছেন তিনি। তবে সবশেষ এই কোর্টে তাকে হারিয়েছিলেন স্ফেরেভ, ২০২৩ ইউএস ওপেনে।
এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়ে চারবার হেরে গেছেন সিনার। তবে এবার জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী তিনি। স্ফেরেভের জন্য এটি হবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে তৃতীয়বারের চেষ্টার সুযোগ।