Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ফুটবলআরব আমিরাতের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ দল

আরব আমিরাতের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ দল

একেবারেই নতুন দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত মিশনে গিয়ে হোঁচট খেল বাংলাদেশ দল। প্রায় চার মাস পর আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফেরাটা জয়ে রাঙাতে পারল না বাংলাদেশের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বুধবার প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিটার জেমস বাটলারের দল।

শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ‘বিদ্রোহীদের’ মধ্যে সাবিনা খাতুন থাকায় এই সফরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে আফঈদা খন্দকারের বাহুতে। এই ডিফেন্ডারের সফল স্পট কিকে স্কোরলাইন ২-১ করে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। বরং এ অর্ধে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাটলারের দল।

গত অক্টোবরে নেপালকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর খেলার বাইরে ছিল মেয়েরা। সাফ জয়ের পর বিতর্কের বেড়াজালে বন্দী হয়ে পড়ে দেশের নারী ফুটবল। কোচ বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন ১৮ জন খেলোয়াড়, যাদের মধ্যে ১৫ জনই সাফ জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ।

নানা পক্ষের মধ্যে একাধিক বৈঠক হলেও বরফ গলেনি। ফলে, সবশেষ ২০২৪ সালের সাফ জয়ী দলের আট জন এবং নতুনদের নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরের দল সাজাতে হয় বাটলারকে।

দুবাই সফর সামনে রেখে বাটলার বলেছিলেন, এই নতুন দলই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যত। নতুনদের দিকে আশাবাদী চোখে তাকিয়েও ছিলেন অনেকে। কিন্তু ফলের দৃষ্টিকোণ থেকে প্রথম ম্যাচে মিলল হতাশা।

ছয় ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। সবশেষ গত জুনে চাইনিজ তাইপের কাছে হেরেছিল মেয়েরা। গত সাফে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।

উল্লেখ্য, আগামী ২রা মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments