২০২৫ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচই হবে সংক্ষিপ্ত সংস্করণে। মে মাসে বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান, আবার জুলাই মাসে বাংলাদেশে আসবে বাবর আজমরা। তবে দুই সিরিজেই ওয়ানডে বাতিল করে শুধু টি-টোয়েন্টি ম্যাচ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।
এফটিপির বাইরের সিরিজেও পরিবর্তন
এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ ছিল না। তবুও দুই দেশের বোর্ড নিজেদের প্রয়োজনে এটি আয়োজন করছে। প্রথমে পাঁচটি ওয়ানডে খেলার কথা থাকলেও তা বদলে পাঁচটি টি-টোয়েন্টি হবে। একইভাবে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে হওয়ার কথা থাকলেও সেগুলোও টি-টোয়েন্টিতে পরিণত হয়েছে।
কবে কোথায় ম্যাচ?
পাকিস্তান সফর: মে মাসে ৫ টি-টোয়েন্টি
বাংলাদেশ সফর: ২০, ২২ ও ২৪ জুলাই (মিরপুর)
কেন বাদ ওয়ানডে?
বিসিবির এক কর্মকর্তার ভাষায়—“এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই দুই দলই মনে করছে এখন এই সংস্করণে বেশি ম্যাচ খেলা উচিত।”
টি-টোয়েন্টি অধিনায়ক কে?
বাংলাদেশ দলে এখনও টি-টোয়েন্টি অধিনায়ক নির্ধারিত হয়নি। বিসিবি বিষয়টি নিয়ে ভাবছে, তবে লিটন দাসই দৌড়ে এগিয়ে আছেন।
দুই দলেরই দল গোছানোর সময় চলছে। তাই এই সিরিজগুলো বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি হয়ে উঠতে পারে।