বাংলাদেশ নারী দলের সামনে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। ফলে এবার বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানাদের।
বাছাইপর্বের সূচি ও ফরম্যাট
আজ (শুক্রবার) আইসিসি ছয় দল নিয়ে এই বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে। আগামী ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে হবে এই বাছাইপর্ব। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেরা দুই দলই নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।
বাংলাদেশের ম্যাচসূচি
🔸 ১০ এপ্রিল – থাইল্যান্ড
🔸 ১৩ এপ্রিল – আয়ারল্যান্ড
🔸 ১৫ এপ্রিল – স্কটল্যান্ড
🔸 ১৭ এপ্রিল – ওয়েস্ট ইন্ডিজ
🔸 ১৯ এপ্রিল – পাকিস্তান
প্রতিটি দিনের ম্যাচ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর ২:৩০টায়।
কে কে সরাসরি বিশ্বকাপে?
ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখন দেখা যাক, বাংলাদেশ নারী দল তাদের জায়গা নিশ্চিত করতে পারে কি না!
বাংলাদেশ নারী দলের স্কোয়াড
🔹 অধিনায়ক: নিগার সুলতানা জ্যোতি
🔹 সহ-অধিনায়ক: নাহিদা আক্তার
🔹 বাকি সদস্যরা: ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, রিতু মনি।