বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে তারা।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান। জবাবে শেষ বলে ১ রান দরকার থাকলেও রানআউট হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ তোলে ১১ রান। পেসার হাবিবা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে ৯ রানেই আটকে দেয় বাংলাদেশ।
এই জয়ে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম জয় ধরা দেয়। বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। টুর্নামেন্ট শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি।