উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৫২ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে বারবার হোঁচট খাওয়ায় দুর্ভাবনা রয়েই গেল।
মালয়েশিয়ার মাঠে টস হেরে আগে ব্যাট করে নেপাল। তাদের ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার সানা প্রাভিন, যিনি ১৯ রান করেন। তবে নিয়মিত উইকেট হারানো এবং পাঁচটি রান আউটের কারণে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় দলটি। বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া নেন ২ উইকেট, আর বাকিরা সমানভাবে কৃতিত্ব ভাগ করেন।
রান তাড়ায় বাংলাদেশ শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। সাদিয়া ইসলাম (১৬) ও অধিনায়ক সুমাইয়া আক্তার (১২) কিছুটা স্বস্তি আনলেও কাজ শেষ করেন আফিয়া ইসলাম ও জান্নাতুল মাওয়া।
বাংলাদেশের পরের ম্যাচ সোমবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিংয়ের দুর্বলতা কাটাতে এই ম্যাচে উন্নতি দেখানো জরুরি।