Saturday, April 5, 2025
spot_img
হোমনারী ক্রিকেটসুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জুনিয়র টাইগ্রেসরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচে হেরে গেছে তারা। এবার সুপার সিক্সের সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

সুপার সিক্সে ম্যাচ খেলবে দুইটি

টুর্নামেন্টের নিয়ম অনুসারে, সুপার সিক্সে গ্রুপ পর্বে একই গ্রুপের দলের বিপক্ষে খেলবে না কোনো দল। তাছাড়া, গ্রুপের চ্যাম্পিয়নরা অন্য গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে না। তাই রানার্সআপ বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র

গ্রুপ পর্বের পয়েন্ট যোগ হলেও কেবল সুপার সিক্সে উত্তীর্ণ দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টই বিবেচনায় নেওয়া হবে। দুই পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে বাংলাদেশ। রানরেট +০.৪২৫। শীর্ষে রয়েছে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা তিনে, তাদের রানরেট +০.৫২৫।

সুপার সিক্সের সূচি

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৮ জানুয়ারি মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে এই দুই ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের জন্য।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments