Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ক্রিকেটবিশ্বকাপ বাছাইয়ের পথে টাইগ্রেসরা, সরে দাঁড়ালেন কোচ তিলকরত্নে

বিশ্বকাপ বাছাইয়ের পথে টাইগ্রেসরা, সরে দাঁড়ালেন কোচ তিলকরত্নে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশান তিলকরত্নে। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার।

ইতোমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ‘আমি (প্রধান কোচের) পদ থেকে সরে দাঁড়িয়েছি।’

২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ক্যারিবিয়ান সফর দিয়ে শেষ হয় তার কোচিং অধ্যায়।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। নিগার সুলতানার নেতৃত্বে দলটি ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারে। দ্বিতীয় ওয়ানডে জিতলেও বাকি দুই ম্যাচে হারায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়। এখন বাছাই পর্ব পেরিয়েই মূল পর্বে জায়গা করে নিতে হবে টাইগ্রেসদের।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments