Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলওসাসুনার বিপক্ষে ম্যাচ, আপিল করবে বার্সেলোনা

ওসাসুনার বিপক্ষে ম্যাচ, আপিল করবে বার্সেলোনা

রাফিনিয়া-আরাউহোকে ছাড়াই ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে হতে পারে বার্সেলোনাকে! স্থগিত হওয়া ম্যাচের নতুন তারিখ নিয়ে আপিলের চিন্তাভাবনা করছে কাতালান ক্লাবটি। 

বার্সেলোনার দলীয় চিকিৎসকের মৃত্যুর কারণে স্থগিত হওয়া ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটির নতুন সূচি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)। ২৭ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হলেও, এতে বড় সমস্যায় পড়তে যাচ্ছে বার্সেলোনা। কারণ রাফিনিয়া ও রোনাল্ড আরাউহো ম্যাচটিতে থাকছেন না।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, নতুন সূচি মেনে নিতে চায় না বার্সা এবং RFEF-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে তারা। ক্লাবটি চায়, ম্যাচটি আন্তর্জাতিক বিরতির পর খেলা হোক, যাতে তারা পূর্ণ শক্তির দল নামাতে পারে।

শুধু বার্সেলোনাই নয়, ওসাসুনার জন্যও ম্যাচের এই সূচি কঠিন হতে যাচ্ছে। ২৭ মার্চ বার্সার বিপক্ষে ম্যাচের পরদিনই তাদের অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে খেলতে যেতে হবে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে দলটিকে।

কেন স্থগিত হয়েছিল ম্যাচ?

গত ৮ মার্চ বার্সার টিম হোটেলে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন ক্লাবের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। সেই সময় খেলোয়াড়রা ইতোমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়।

বার্সার দুই তারকা নেই!

২৭ মার্চ ম্যাচ হলে রাফিনিয়া ও আরাউহো থাকবেন না, কারণ তারা নিজ নিজ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন। ২১ ও ২৫ মার্চ ব্রাজিল ও উরুগুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ফলে বার্সেলোনাকে তাদের ছাড়াই নামতে হতে পারে ওসাসুনার বিপক্ষে।

বার্সার ব্যস্ত সূচি

৩০ মার্চ জিরোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ আছে বার্সার। আন্তর্জাতিক বিরতির পর সেই ম্যাচ দিয়েই মাঠে ফেরার কথা ছিল, কিন্তু নতুন সূচি মানলে ওসাসুনার বিপক্ষে খেলে চার দিনের ব্যবধানে আবার মাঠে নামতে হবে তাদের।

এখন দেখার বিষয়, বার্সেলোনার আপিল সফল হয় কি না, নাকি নির্ধারিত সূচিতেই ম্যাচটি মাঠে গড়ায়!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments