আলাভেসের বিপক্ষে নিজেদের সেরা খেলা উপস্থাপন করতে পারেনি বার্সেলোনা, তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নিতে পেরেছে তারা। রিয়াল মাদ্রিদের পরাজয়ের পর শীর্ষস্থানের কাছে পৌঁছানোর জন্য জয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের।
রোববার লা লিগার ম্যাচে বার্সেলোনা গোলের জন্য সংগ্রাম করলেও দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কির একমাত্র গোলে জয় নিশ্চিত হয়। প্রথমার্ধে আলাভেসের দৃঢ় রক্ষণের বিরুদ্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পরিবর্তন হয়ে ৮টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় কাতালানরা।
ফ্লিক ম্যাচটি কঠিন মনে করলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের হেরে যাওয়ার পর তিন পয়েন্ট অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কঠিন ম্যাচে আমরা খুব ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি।”
এছাড়া লেভানদোভস্কি ২১ ম্যাচে ১৮ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। ১৭ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালের পারফরম্যান্সেও মুগ্ধ ফ্লিক।