Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলআন্তর্জাতিক বিরতির মাঝেই ওসাসুনার বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে

আন্তর্জাতিক বিরতির মাঝেই ওসাসুনার বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে

লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার স্থগিত হওয়া ম্যাচটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচটি আগামী ২৭ মার্চ আয়োজন করা হবে। তবে আন্তর্জাতিক বিরতির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে হবে বার্সাকে।

মূলত ৮ মার্চ এই ম্যাচটি হওয়ার কথা ছিল, তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই দল জানতে পারে ক্লাবের চিকিৎসক মিনারো গার্সিয়ার মৃত্যুর খবর। এতে শোকাহত খেলোয়াড়রা ম্যাচ বাতিলের আবেদন করেন, যা পরবর্তীতে গ্রহণ করা হয়।

স্প্যানিশ গণমাধ্যম SER Catalunya জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিক বিরতির মধ্যেই পড়েছে। ফলে বার্সেলোনার স্প্যানিশ খেলোয়াড়রা ম্যাচে থাকলেও দক্ষিণ আমেরিকান তারকারা থাকবেন না।

স্প্যানিশ খেলোয়াড়রা ফিরলেও, রাফিনহা-আরাউহো অনিশ্চিত

স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচটি খেলার সম্ভাবনা রয়েছে, কারণ ২৩ মার্চ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলে ফেলবে তারা। ফলে চারদিন পর তাদের খেলার বাধা নেই।

তবে ব্রাজিলিয়ান রাফিনহা ও উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ম্যাচটি মিস করবেন বলেই মনে হচ্ছে। কারণ ২৫ মার্চ ব্রাজিল খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে, আর একই দিনে উরুগুয়ে লড়বে বলিভিয়ার বিপক্ষে। এত কম সময়ের ব্যবধানে ইউরোপে ফিরে খেলা সম্ভব নয় বলে মনে করছে বার্সা শিবির।

ক্লাবগুলোর অনুরোধ প্রত্যাখ্যান করল স্প্যানিশ ফেডারেশন

বার্সেলোনা ও ওসাসুনা উভয় ক্লাবই চেয়েছিল, ম্যাচটি আন্তর্জাতিক বিরতির পর আরও পরে লিগের ৩৭ ও ৩৮তম রাউন্ডের মাঝামাঝি রাখা হোক, যাতে খেলোয়াড়দের জাতীয় দলে খেলার কারণে কোনো সমস্যায় পড়তে না হয়।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন Eighth Provision of the Regulatory Rules and Competition Bases অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, স্থগিত ম্যাচগুলো মূল নির্ধারিত তারিখের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। সে কারণেই ২৭ মার্চ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে গুরুত্বপূর্ণ তারকাদের অনুপস্থিতিতেই মাঠে নামতে হবে বার্সাকে, যা শিরোপা দৌড়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments