Saturday, April 12, 2025
spot_img
হোমফুটবলন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে বিধ্বস্ত বরুশিয়া ডর্টমুন্ড

ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে বিধ্বস্ত বরুশিয়া ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে একরকম দাঁড়াতেই দিল না বার্সেলোনা। নিজের মাঠে হান্সি ফ্লিকের দল যে ছন্দে খেলল, তাতে জার্মান ক্লাবটির জন্য ফিরতি লেগ হয়ে দাঁড়াতে পারে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। বার্সার আক্রমণভাগের তিন তারকা রাফিনিয়া, ইয়ামাল ও লেভানদোভস্কি একে একে গোল করে ম্যাচটিকে রূপ দেন একপেশে মহড়ায়।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে চাপ ধরে রাখে বার্সা। লামিনে ইয়ামাল ডান দিক দিয়ে একের পর এক আক্রমণ তুলে এনে প্রতিপক্ষ রক্ষণের ঘুম হারাম করে তোলেন। সেইসঙ্গে মাঝেমধ্যে রাফিনিয়া আর লেভানদোভস্কিও জমিয়ে তোলেন খেলা। একাধিক সুযোগ হাতছাড়া করার পর অবশেষে ২৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে। কুবার্সির শটে কোবল স্পর্শ করলেও জাল অক্ষত রাখতে পারেননি। শেষ মুহূর্তে রাফিনিয়ার পা ছুঁয়ে বল জালে ঢোকার দৃশ্য রয়ে যায় চোখে পড়ার মতো।

এরপর বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গোল পাননি রাফিনিয়া কিংবা লেভা। বিরতির আগে যদিও ডর্টমুন্ডও দুটি সুযোগ পায়, কিন্তু গেগাসি কাজে লাগাতে পারেননি। ফলত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই খেলার রঙ বদলে দেয় বার্সা। দারুণ এক হেডে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি, যার জন্য সহায়তা ছিল ইয়ামালের নিখুঁত ক্রস এবং রাফিনিয়ার নিঃস্বার্থতা। গোলের খোঁজে মরিয়া হয়ে উঠলেও আরও বেশি ছন্নছাড়া হয়ে পড়ে ডর্টমুন্ড। উল্টো চার মিনিটে চারটি সুযোগ তৈরি করে বার্সেলোনা।

৬৫তম মিনিটে ফের্মিন লোপেসের শট থেকে ফিরতি বলে লেভানদোভস্কি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। গোলরক্ষক কোবল বল স্পর্শ করলেও জালের দেখা ঠেকাতে পারেননি। এই গোলেই বার্সার হয়ে লেভার গোলসংখ্যা দাঁড়ায় ৯৯-এ। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও কোচের সিদ্ধান্তে আর সুযোগ পাননি।

শেষদিকে আরেকটি দুর্দান্ত প্রতি আক্রমণ থেকে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে চতুর্থ গোলটি করেন তরুণ ইয়ামাল। এই গোলেই কার্যত ম্যাচের সব আশা শেষ হয়ে যায় ডর্টমুন্ডের জন্য। শেষদিকে একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৪-০ গোলের এই জয়ে সেমি-ফাইনালের পথ অনেকটাই সুগম করে ফেলেছে বার্সেলোনা। তবে শেষ সিদ্ধান্ত আসবে আগামী মঙ্গলবার, ফিরতি লেগে ডর্টমুন্ডের মাঠে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments