Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবললা লিগায় আবারও ছন্দহীন বার্সা

লা লিগায় আবারও ছন্দহীন বার্সা

নতুন বছরে দারুণ শুরুর পরও লা লিগায় ছন্দ খুঁজে পাচ্ছে না বার্সেলোনা। শনিবার গেতাফের মাঠে ১-১ গোলে ড্র করে আবারও লিগ পয়েন্ট হারিয়েছে কাতালানরা।

ম্যাচের নবম মিনিটে জুল কুন্দের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতা ফেরান গেতাফের মাউরো আরামবারি। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ বার্সা।

গেতাফে তাদের ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে। অন্যদিকে, বার্সেলোনা ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে।

চলতি বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে সাফল্যের পরও লা লিগায় ব্যর্থতার বৃত্তে বন্দি হান্সি ফ্লিকের শিষ্যরা। শীর্ষ দুই দল আতলেতিকো মাদ্রিদ ও রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments