অবিশ্বাস্য এক ম্যাচে বার্সেলোনা দেখালো জাদু। প্রথমে ৪-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। ৫-৪ গোলের এই রুদ্ধশ্বাস জয়ে ভরপুর ছিল উত্তেজনা, নাটকীয়তা আর ফুটবলীয় সৌন্দর্য।
মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে ম্যাচের শুরুটা ছিল বার্সার জন্য দুঃস্বপ্নের মতো। বেনফিকার ভ্যাগলিস পাভলিদিস প্রথম ৩০ মিনিটেই করেন হ্যাটট্রিক। একটি আত্মঘাতি গোলও যোগ হয় বার্সার বিপক্ষে। প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধে দেখায় দুর্দান্ত প্রত্যাবর্তন।
বার্সার হয়ে দুইটি পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেভানদোভস্কি। তবে দলের আসল নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ৬৪ মিনিটে হেড থেকে গোল করার পর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সে ঢুকে দারুণ শটে এনে দেন জয়সূচক গোল। আরেকটি গোল করেন এরিক গার্সিয়া।
ম্যাচে দুই দল মিলে পায় মোট তিনটি পেনাল্টি, একটি আত্মঘাতি গোল, এবং শেষ মুহূর্তে দেখা যায় বেনফিকার আর্থার ক্যাবরালের লাল কার্ড।
বেনফিকার হয়ে বদলি নামা আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়াও পেয়েছিলেন সুযোগ, তবে নায়ক হতে পারেননি।
৯৯ মিনিটের এই রোমাঞ্চকর লড়াই ফুটবলপ্রেমীদের উপহার দিল এক অবিস্মরণীয় রাত।