Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবল৭ গোলের জয়ে লা লিগায় দুরন্ত বার্সা

৭ গোলের জয়ে লা লিগায় দুরন্ত বার্সা

লা লিগায় টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর বেশ চাপের মুখে ছিল বার্সেলোনা। শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া দলটি নতুন উদ্যমে ঘুরে দাঁড়াল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রোববার রাতে অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালান পরাশক্তিরা।

ম্যাচের প্রথমার্ধেই ভ্যালেন্সিয়ার জালে পাঁচবার বল জড়ায় বার্সা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে জয়ের আনন্দে মেতে ওঠে দলটি। পাঁচজন খেলোয়াড়ের ছয় গোল এবং একটি আত্মঘাতী গোল মিলে ভ্যালেন্সিয়ার বিপর্যয়ের দিন হয়ে দাঁড়ায়। ফেরমিন লোপেজ জোড়া গোল করার পাশাপাশি জোড়া অ্যাসিস্টে নজর কেড়েছেন। এছাড়া ফ্রেঙ্কি ডি ইয়াং, ফেরান তোরেস, রাফিনিয়া এবং রবার্ট লেভানডফস্কি স্কোরশিটে নাম লেখান।

দুই মাস পর লা লিগায় জয় পাওয়ার আনন্দে বার্সার শিবিরে স্বস্তি ফিরেছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা তালিকার তৃতীয় স্থানে থাকলেও, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ৭ পয়েন্টে পিছিয়ে।

ম্যাচ শেষে লোপেজ বলেন, “এই জয় আমাদের খুব দরকার ছিল। আমরা লা লিগায় লড়াই চালিয়ে যাব।” আর কোচ হ্যান্সি ফ্লিক বার্সার পারফরম্যান্সকে “নিখুঁত” আখ্যা দিয়ে বলেন, “এই জয় দলের ক্ষুধা ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের ধারাবাহিক থাকতে হবে।”

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments