গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার আগ্রাসী ফুটবল খেলে বসুন্ধরা কিংস ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে। প্রথমার্ধেই তিনবার জালের দেখা পাওয়া কিংস দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে নিশ্চিত করেছে বড় জয়।
ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান তারকা জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় কিংস। এরপর সোহেল রানার চতুরতায় ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে তপু বর্মন যোগ করেন তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধে রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো গোল করে দলের জয়কে আরও বড় করেন। লিগে এটি রাকিবের পঞ্চম গোল।
এই জয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে দিনের আরেক ম্যাচে পুলিশের কাছে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ।
কিংসের আক্রমণাত্মক ফুটবল এবং গোছানো পরিকল্পনার কাছে এদিন কোনো জবাব খুঁজে পায়নি ঢাকা ওয়ান্ডারার্স।