Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলগোরেৎস্কার জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয়

গোরেৎস্কার জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয়

আক্রমণে শুরু থেকে আধিপত্য দেখাল বায়ার্ন মিউনিখ। ভলফসবুর্ক প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল বুন্ডেসলিগার শীর্ষে থাকা দলটি।

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের হয়ে জোড়া গোল করেন লেয়ন গোরেৎস্কার । আরেকটি গোল করেন ওলিসে। ভলফসবুর্কের পক্ষে দুই গোলই করেন মোহামেদ আমোরা।

এই জয়ে টানা চার ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে বায়ার্ন। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেছে ভিনসেন্ট কোম্পানির দল। ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার লেভারকুজেন। সপ্তম স্থানে থাকা ভলফসবুর্কের পয়েন্ট ২৭।

ম্যাচের ১৯তম মিনিটে গোরেটস্কার দূরপাল্লার শটে এগিয়ে যায় বায়ার্ন। ২৪তম মিনিটে আমোরার ফিনিশিংয়ে সমতায় ফেরে ভলফসবুর্ক। তবে ৩৯তম মিনিটে ওলিসের শটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে মাথার হেডে নিজের দ্বিতীয় গোল করেন গোরেটস্কা। ৮৮তম মিনিটে আমোরা নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না। বায়ার্নের শক্তিমত্তার সামনে শেষ পর্যন্ত হার মেনে নেয় ভলফসবুর্ক।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments