অসংখ্য সুযোগ নষ্ট আর রক্ষণভাগে একের পর এক ভুলের মাশুল গুনল বায়ার্ন মিউনিখ। তাদের হতাশার রাতে ফেইনুর্ড পেয়েছে দারুণ সাফল্য। আঁটসাঁট রক্ষণ আর গতিময় আক্রমণে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে ডাচ ক্লাবটি।
ম্যাচে জোড়া গোল করেছেন সান্তিয়াগো হিমেনেস, শেষ দিকে স্কোরশিটে নাম লিখিয়েছেন আয়াসে উয়েদা।
বল দখলে ৮০ শতাংশ সময় আধিপত্য দেখালেও বায়ার্নের ৩০টি শটের মধ্যে মাত্র ছয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে, ফেইনুর্ডের আট শটের মধ্যে তিনটি গোলপোস্টে লাগিয়ে তাদের স্কোরে প্রভাব রাখে।